ঢাবিতে জালিয়াতির অভিযোগে ভর্তিচ্ছু আটক
২৮ সেপ্টেম্বর ২০১৮ ১১:৩৭ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮ ১২:৪৭
।। ঢাবি করেসপন্ডেন্ট ।।
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ভর্তি পরীক্ষায় জাতিয়াতির অভিযোগে এক ভর্তিচ্ছুকে আটক করা হয়েছে। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে পরীক্ষা চলাকালে কার্জন হল থেকে তাকে ডিজিটাল ডিভাইসসহ আটক করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জালিয়াতির ডিজিটালযন্ত্রসহ গোপন তথ্যের ভিত্তিতে ওই ভর্তিচ্ছুকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’
তবে ওই আটককৃত শিক্ষার্থীর নাম-পরিচয় পাওয়া যায়নি।
সারাবাংলা/কেকে/এমও