Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেহেরপুরে গাছের সাথে সংঘর্ষে ট্রাক চালক নিহত


২৮ সেপ্টেম্বর ২০১৮ ১২:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

মেহেরপুর: মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর নামক স্থানে গাছের সাথে সিমেন্ট বোঝায় ট্রাকের সংঘর্ষে গাড়ি চালক সুমন মৃধা (৪৪) মারা গেছেন। মৃত সুমন মৃধা ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বিন্দারিয়া গ্রামের কুদ্দুস মৃধার ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সহকারী চালক শামীম হোসেন।

বৃহস্পতিবার(২৮ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বারাদি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাবলু মিয়া জানান, সিমেন্ট বোঝায় একটি ট্রাক মেহেরপুরের উদ্দেশ্যে আসছিলো। ভোরে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর নামক স্থানে পৌছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ট্রাক চালক সুমন মৃধার। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশের একটি দল স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে। মারাত্মক আহত শামীমকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

চালকের সহকারী শামীম ট্রাকটি চালাচ্ছিলো বলে ধারণা করছে পুলিশ।

সারাবাংলা/এনএইচ

মেহেরপুর সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর