Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হ্রদে গিয়ে নেমেছে বিমান, প্রাণহানি ঘটেনি


২৮ সেপ্টেম্বর ২০১৮ ১৩:০৫

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

পাপুয়া নিউ গিনির একটি যাত্রীবাহী বিমান গতির দ্রুততার কারণে রানওয়ে পেরিয়ে পার্শ্ববর্তী হ্রদে অবতরণ করেছে। শুক্রবার(২৮ সেপ্টেম্বর) দেশটির মাইক্রোনেশিয়া চাক আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় সংবাদমাধ্যম বিবিসি।

বিমানটিতে ৩৫ জন যাত্রী ও ১২ জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনায় কারও হতাহতের হবার খবর পাওয়া যায়নি। অনলাইনে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা যায় এয়ার নিউগিনির বিমানটি অগভীর পানিতে পড়ে আছে।

চাক বিমানবন্দরের ম্যানেজার জেমি ইমিলো বিবিসিকে বলেন, বিমানটি রানওয়ে থেকে ১৬০ গজ দূরে হ্রদে গিয়ে পড়েছে। কি ঘটেছে আমরা এখনই বলতে পারছিনা। আগামীকাল তদন্ত শুরু হবে। যাত্রীদের সবাইকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তারা কেউই গুরুতর আঘাত পাননি।

বিমানটি ফনপেই থেকে রাজধানী পোর্ট মোরেসবিতে যাচ্ছিলো। পথে মাইক্রোনেসিয়ার ওয়েনো দ্বীপে বিমানটির থামার কথা ছিলো।

সারাবাংলা/এনএইচ

পাপুয়া নিউ গিনি বিমান দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর