‘টেনশন’ যখন রোহিত-ধাওয়ান!
২৮ সেপ্টেম্বর ২০১৮ ১৫:০৯
।। স্পোর্টস করেসপন্ডেন্ট ।।
ঢাকা: তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে এসে আরেকবার ট্রফির স্বপ্ন দেখছে বাংলাদেশ। পাকিস্তানের পর টানা দুইবার প্রতিপক্ষ ভারত। টু দ্য পয়েন্টে বলতে গেলে ম্যাশ বাহিনীর প্রতিপক্ষ রোহিত শর্মা ও শেখর ধাওয়ান! মোটেও ভুল পড়ছেন না। ওপেনিং জুটিই বাধা হয়ে দাঁড়াতে পারে টাইগারদের জন্য।
এই দু’জনে মিলে প্রতিপক্ষদের ধসিয়ে দিয়েছে প্রতিবার। ব্যাটিং লিস্টে সবার উপরে তাই এ দু’জনের নাম। ৮১ গড়ে চার ম্যাচে ৩২৭ রান নিয়েছেন ধাওয়ান একাই। যার মধ্যে দুইটি শতকের ইনিংস আছে! অন্যদিকে চার ম্যাচে ২৬৯ রান সংগ্রহ করা রোহিত শর্মার গড় ১৩৪! এক শতক আর দুই অর্ধশতকের ইনিংস একাই খেলেছেন তিনি।
তবে, বাংলাদেশকে নিয়ে বাড়তি সতর্ক ভারত! বাঁ-হাতি ওপেনার শেখর ধাওয়ান ধাওয়ান বলেন, ’বাংলাদেশকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই আমাদের সামনে। প্রতিপক্ষ হিসেবেও তারা শক্তিশালী। ব্যালেন্সড একটি ইউনিট। সাম্প্রতিক সময়ে তারা ধারাবাহিকভাবে পারফরম করছে। বেশকজন অভিজ্ঞ সদস্য সমন্বিত দল বাংলাদেশ। যেকোনো দলের মোকাবেলায় নির্ভীক এখন টাইগাররা।’
তবে ফাইনালে প্রতিপক্ষে চ্যালেঞ্জ সামনে নেয়ার শ্রেষ্ঠ প্রস্তুতি ভারত নিচ্ছে বলে জানান তিনি। ধাওয়ান বলেন, ’ব্যক্তি ক্রিকেটার হিসেবে প্রত্যেকের জন্য ভিন্ন উপায় আমরা চূড়ান্ত করেই খেলতে নামবো।’
সারাবাংলা/জেএইচ