Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসু থেকে বিশ্বনেত্রী


২৮ সেপ্টেম্বর ২০১৮ ১৮:২৫

।। জাবি করেসপন্ডেন্ট।।

জাবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শেখ হাসিনা হলে ‘হাসু থেকে বিশ্বনেত্রী’ শিরোনামে দিনব্যাপী স্থিরচিত্র প্রদর্শনী হয়েছে।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে তার দীর্ঘ আয়ু কামনা করছি। দেশ তার নেতৃত্বে এগিয়ে যাক আরো অনেক দূরে। সে সফলতার অংশীদার আমরা হতে চাই। সকল ক্ষেত্রে আমরা তার সহযোগী হয়ে কাজ করতে চাই।’

এ সময় অন্যান্যের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নুরুল আলম, কোষাধ্যক্ষ শেখ মো. মনজুরুল হক, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মো. ফরহাদ হোসেন, ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এটিএম আতিকুর রহমান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহহেল কাফী, শহীদ রফিক-জব্বার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সোহেল আহমেদ, শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক বশির আহমেদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

স্থিরচিত্র প্রদর্শনীতে দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৩৬টি দুর্লভ ছবি স্থান পেয়েছে। পরে দুপুর ১২টার দিকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম শেখ হাসিনা হল গ্রন্থাগারের উদ্বোধন করেন।

এ দিকে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এবং মুখ্য আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নাসরীন আহমাদ উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ

আলোকচিত্র প্রদর্শনী জাবি জাবি উপাচার্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর