Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে যুবককে কুপিয়ে হত্যা


২৯ সেপ্টেম্বর ২০১৮ ১১:২৪ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮ ১২:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

যশোর: যশোর শহরে সোহাগ হোসেন (২৮) নামে এক যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাতে শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত সোহাগ কাজীপাড়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।

মৃতের স্বজনরা জানান, শুক্রবার রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন সোহাগ। পথে কাজীপাড়া আমতলা এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা সোহাগকে কুপিয়ে ও গলা কেটে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) শাহাজুল সোহাগ জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কারা কী কারণে তাকে খুন করেছে, তা এখনও জানা যায়নি। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ

কুপিয়ে যশোর হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর