Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অযথা কাউকে হয়রানি করলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা’


২৯ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৪৬

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: সড়কে ট্রাফিক আইনে অযথা শ্রমিক অথবা চালককে হয়রানি করলে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম।

শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় মহাখালী বাস টার্মিনালে ডিএমপির ট্রাফিক (উত্তর) বিভাগ আয়োজিত পরিবহন শ্রমিকদের নিয়ে ট্রাফিক সচেতনতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম বলেন, সড়ক-মহাসড়কে যদি কোনো শ্রমিক কিংবা চালকের সঙ্গে ট্রাফিক আইনের বিষয়ে অযথা পুলিশ হয়রানি করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে বৈধ কাগজপত্র সঙ্গে রাখবেন। এসব সঙ্গে থাকার পরও যদি কেউ হয়রানি করতে চায়, তাহলে অভিযোগ জানাবেন পুলিশের কাছে। অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এমন অনেক অভিযোগ পাওয়া যায় যে গাবতলীর রুট পারমিট নিয়ে তারা মহাখালী বা অন্যান্য রুটে গাড়ি চালান। এ ধরনের চালক ও মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে শ্রমিক-মালিকরা যদি আমাদের সহযোগিতা করেন, তবেই সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব। এজন্য ‘শ্রমিক-পুলিশ ভাই, নিরাপদ সড়ক চাই’ নামে যে স্লোগান আপনারা দিচ্ছেন, তার বাস্তবায়ন চাই। আর তখনই স্লোগান সার্থকতা পাবে।

ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক) মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, পৃথিবীর কোনো দেশে সড়কে নৈরাজ্য নেই। ডিএমপির ট্রাফিক বিভাগে চার হাজার সদস্য রয়েছেন, যারা রাত-দিন পরিশ্রম করে সড়কে শৃঙ্খলা ফেরাতে চেষ্টা করছেন। কিন্তু আমাদের যে জনসংখ্যা আর পরিবহনের সংখ্যা, তা পৃথিবীর বহু দেশে মোট জনসংখ্যারও বেশি। তাই আমাদের সড়কে শৃঙ্খলা ফেরাতে কষ্ট করতে হচ্ছে। পৃথিবীর বহু দেশে ট্রাফিক সিগন্যালে সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু আমরা রাস্তায় দাঁড়িয়ে হাত দিয়ে নিয়ন্ত্রণ করতে পারছি না শুধুমাত্র সকলের সহযোগিতার অভাবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যারা মহাসড়কে পরিবহন চালান তারা অবশ্যই তাদের গতি নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালাবেন। কারণ পৃথিবীর বিভিন্ন দেশে গাড়ির স্বাভাবিক গতি ১২০ হলেও সেটি তাদের নিয়ন্ত্রণে থাকে কিন্তু আমাদের দেশে অবকাঠামোগত সমস্যার কারণে সেটি সম্ভব নয়। তাই আপনারা (চালকরা) মহাসড়কে সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে গাড়ি নিয়ন্ত্রণে রাখবেন।

সভায় আরও উপস্থিত ছিলেন- ট্রাফিক উত্তরের উপ-কমিশনার প্রবীর কুমার রায়, ট্রাফিক পূর্ব বিভাগের উপ কমিশনার মফিজ উদ্দিন, মহাখালী বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ ও শ্রমিক ইউনিয়নের সভাপতি সাদেকুর রহমানসহ পরিবহন শ্রমিক ও মালিকরা।

সারাবাংলা/এসএইচ/ইউজে/এমএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর