Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু


২৯ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

জয়পুরহাট: জয়পুরহাটের কালাইয়ে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে হাবিবুল (২৬) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন।

শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কালাই বাসষ্ট্যান্ড এলাকার ভাই ভাই সুপার মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।

মৃত হাবিবুল ইসলাম উপজেলার কাজি পাড়া গ্রামের মোস্তফা ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, হাবিবুল ইসলাম নির্মাণ শ্রমিক ছিলেন। শনিবার দুপুরে ভাই ভাই সুপার মার্কেটে তৃতীয় তলায় কাজ করার সময় অসবধনতাবশত ছাদ থেকে পড়ে গিয়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলেও জানান ওসি।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরকে/এমএইচ

দুর্ঘটনা নির্মাণ শ্রমিক মৃত্যু হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর