বিভাগীয় ৩ শহরে সমাবেশের ঘোষণা ১৪ দলের
২৯ সেপ্টেম্বর ২০১৮ ১৮:০২
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: নির্বাচনী জনসংযোগের অংশ হিসেবে অক্টোবরে দেশের তিন বিভাগীয় শহর ও এক জেলায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
মহানগর নাট্যমঞ্চে ১৪ দল আয়োজিত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
নাসিম জানান, আগামী ৯ অক্টোবর রাজশাহী, ১৩ অক্টোবর খুলনায়, ১০ অক্টোবর নাটোরে সমাবেশ করবে ১৪ দল। এছাড়া অক্টোবরে নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি নিয়ে ঢাকায় সমাবেশ করবে ১৪ দল।
এর আগে শনিবার বিকেলে মহানগর নাট্যমঞ্চের ১৪ দলের আয়োজনে সমাবেশ শুরু হয়। ‘বিএনপি’র অব্যাহত মিথ্যাচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে’ এ সমাবেশের ডাক দেয় ক্ষমতাসীন জোটটি।
নির্বাচন সামনে রেখে সরকারবিরোধী নানামুখী ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে সজাগ ও সতর্ক রাখতে জাতীয় নির্বাচন পর্যন্ত মাঠ দখলে রাখার ঘোষণা দিয়েছে ১৪ দলের নেতারা।
এ লক্ষ্যে আজকের বিশাল কর্মী সমাবেশ থেকে যে কোনো চক্রান্ত জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করার অংশ হিসেবে সরকারবিরোধী চক্রান্ত ও ষড়যন্ত্রকারী গোষ্ঠীর উদ্দেশে বিশেষ বার্তা দেবে ক্ষমতাসীন জোটের কেন্দ্রীয় নেতারা।
জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ‘চক্রান্তকারীরা চক্রান্ত শুরু করেছে। এখন ঘরে বসে থাকার সময় নয়। সকল ষড়যন্ত্র রুখে দিতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
নাসিম বলেন, ‘আজকে শুরু করলাম। ওরা বলছে অক্টোবরে মাঠে নামবে। সেই অক্টোবর ইনশাল্লাহ তোমাদের জীবনে আসবে না। ওই অক্টোবর দিবস কোনদিন আসবে না। ডিসেম্বরে নির্বাচন হবে। তার আগে আমরা ইনশাল্লাহ মাঠ গরম করব বাংলার জনগণকে সঙ্গে নিয়ে।’
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এছাড়াও জোট নেতাদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি সমাজক্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, জেপির চেয়ারম্যান পানি সম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় সমাজতান্ত্রিক দলের একাংশের নেতা শরীফ নুরুল আম্বিয়া, অপরাংশের নেতা শিরীন আকতার, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের নজিবুর বশর মাইজভাণ্ডারি, গণতন্ত্রী পার্টির শাহাদাত হোসেন, ন্যাপের ইসমাইল হোসেন, বাসদের রেজাউর রশিদ খান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নিম চন্দ্র ভৌমিক, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাতসহ আরও অনেকে।
সমাবেশ পরিচালনা করেন ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক ও ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। এছাড়াও আরও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি ও জোট নেতারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনআর/একে