জাবিতে ভর্তিচ্ছুদের সহায়তা করবে ছাত্রলীগ
২৯ সেপ্টেম্বর ২০১৮ ২২:১১
।। জাবি করেসপন্ডেন্ট ।।
জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করার কর্মসূচি হাতে নিয়েছে ছাত্রলীগ।
শনিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় জাবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল এই তথ্য জানান।
তারা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ভর্তিচ্ছুদের জন্য বিশ্ববিদ্যালয়ে তিনটি সহায়তা কেন্দ্র স্থাপন করবে। শেখ রাসেল তথ্য সহায়তা কেন্দ্র, শেখ কামাল তথ্য সহায়তা কেন্দ্র ও শেখ জামাল তথ্য সহায়তা কেন্দ্র থেকে শিক্ষার্থীরা সহায়তা পাবেন। এছাড়া ছাত্রলীগের পক্ষ থেকে ভর্তিচ্ছুদের প্রাথমিক সহায়তা প্রদান কেন্দ্র স্থাপন করা হবে। পরীক্ষা কেন্দ্রে সামনে খাবার পানি সরবরাহ, ভর্তিচ্ছুদের মাঝে সচেতনতামূলক ও সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কিত লিফলেট বিতরণ, প্রতিটি হলে মনিটরিং সেল স্থাপন, ভর্তিচ্ছুদের যাতায়াতের সুবিধার্থে পথ নির্দেশিকা বিতরণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক কর্মী নিয়োগ দেওয়া হবে, ভর্তিচ্ছুরা যেন জালিয়াতি বা প্রতারণার শিকার না হয় সে জন্য সচেতনামূলক লিফলেট বিতরণ করা হবে।
সারাবাংলা/এটি