মোহাম্মদপুরে এসি বিস্ফোরণে মা-ছেলে দগ্ধ
৩০ সেপ্টেম্বর ২০১৮ ১১:৫৯ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮ ১২:০৪
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্র বিস্ফোরণে মা-ছেলে দগ্ধ হয়েছে।
শনিবার (২৯সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডের এক নম্বর রোডের একটি বাসায় এই ঘটনা ঘটে।
এসি বিস্ফোরণে তাছলিমা বিনতে আজিজ (৩৬) ও তার চার বছরের ছেলে শেখ নাসির উল আল তানজিম আহত হয়।
তাছলিমার স্বামী নাসিরুল ইসলাম জানায়, তারা মোহাম্মাদিয়া হাউজিং লিমিটেডের এক নম্বর রোডের ১৮/বি নম্বর বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকেন। পাশাপাশি দুই রুমের একটিতে তিনি ছিলেন। অন্য রুমে বাচ্চাকে নিয়ে ছিলেন তাছলিমা। রাতে হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ শুনে পাশের রুমে গিয়ে দেখতে পান স্ত্রী ও ছেলের শরীরে আগুন। পরে আগুন নিভিয়ে তাদেরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান বলে জানান নাসিরুল ইসলাম।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, মা ও ছেলের শরীরের ২৭ শতাংশ পুড়ে গেছে। দুজনের অবস্থাই গুরুতর। তাই এখনই কিছু বলা যাচ্ছে না।
সারাবাংলা/এসএমএন