Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খা‌লেদা জিয়ার জা‌মিন কেন বা‌তিল নয়, জানতে আদালতের নির্দেশ


৩০ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৩২

আদালতে খালেদা জিয়া

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা : বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়ার জা‌মিন কেন বা‌তিল করা হ‌বে না সে বিষ‌য়ে কারণ দর্শা‌নোর নি‌র্দেশ দি‌য়ে‌ছেন আদালত। দুইপক্ষের আইনজীবীকে মামলার পরবর্তী শুনানির দিন এই কারণ দর্শাতে বলা হয়েছে।

রোববার (৩০ সেপ্টেম্বর) পুরান ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী ঢাকার ৫ নম্বর বিশেষ জজ মো. আখতারুজ্জামানের আদালত এ আদেশ দেন।  সেই সঙ্গে আগামী ৭ অক্টোবর এ বিষ‌য়ে শুনা‌নির জন্য পরবর্তী দিন নির্ধারণ করেন আদালত।

একইস‌ঙ্গে এ মামলায় দুই আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খানের পক্ষে করা অনাস্থা আবেদন নামঞ্জুর ক‌রে‌ছেন আদালত।  এছাড়া আসামি মনিরুল ইসলাম খানের জা‌মিন বা‌তিল ক‌রে কারাগা‌রে পাঠা‌নোর নি‌র্দেশ দেওয়া হয়েছে।

তবে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় যুক্তিতর্ক উপস্থাপন সমাপ্ত করে রায় ঘোষণা করার জন্য রাষ্ট্রপক্ষের করা আবেদনের উপর কোনো আদেশ দেন‌নি আদালত।

আদালতে দুদকের প‌ক্ষে শুনা‌নি ক‌রেন আইনজীবী মোশারফ হোসেন কাজল। খালেদা জিয়ার প‌ক্ষে শুনা‌নি ক‌রেন সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহ‌মেদ তালুকদার।

এছাড়া আসামি জিয়াউল ইসলাম মুন্নার প‌ক্ষে শুনা‌নি ক‌রেন আমিনুল ইসলাম ও মনিরুল ইসলাম খানের প‌ক্ষে ছি‌লেন আক্তারুজ্জামান।

আরো পড়ুন : জিয়া চ্যারিটেবল মামলায় খালেদার রায় বিষয়ে আদেশ আজ

সারাবাংলা/এআই/এসএমএন

খালেদা জিয়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর