কুমিল্লার হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি পেছাল
৩০ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৫০
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
কুমিল্লা : কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে আটজন হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি পিছিয়েছে।
রোববার হত্যা মামলাটির শুনানিকালে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ৫ নম্বর আমলি আদালতের ভারপ্রাপ্ত বিচারক জালাল উদ্দিন এই মামলার অধিকতর শুনানির জন্য আগামী ৩ অক্টোবর দিন ধার্য করেন।
খালেদার আইনজীবী কাইমুল হক রিংকু সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
এই আইনজীবী বলেন, ‘আজকে খালেদা জিয়ার পক্ষে আদালতে যুক্তি উপস্থাপনা করে আমরা জামিনের আবেদন করেছিলাম। কোর্ট আমাদের উপস্থাপনা শুনেছেন। আমরা বলেছি এ মামলার এজহারে খালেদা জিয়ার নাম নেই। এ মামলায় তিনজন সাক্ষী তাদের জবানবন্দিতে খালেদা জিয়ার নাম বলেনি। এই কোর্টে একের পর এক শুনানি করে যাচ্ছি আমরা। পরে অধিকতর শুনানির জন্য কোর্ট আগামি ৩ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেন।’
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিটকে থেকে বাদ দেওয়া হয়। পরে খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।
সারাবাংলা/এসএমএন