‘জাতীয় ঐক্যে জিরো প্লাস জিরো ইকুয়েল টু জিরো জিরো জিরো’
৩০ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৩৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
সুনামগঞ্জ: আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর জাতীয় ঐক্য ফলশূন্য হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
জাতীয় ঐক্য কারা করেছে, প্রশ্ন তুলে তিনি বলেন, ‘জিরো প্লাস জিরো ইকুয়েল টু জিরো জিরো জিরো।’
রোববার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জের দিরাইয়ে ফিমেল একাডেমির উদ্যোগে ‘নারীর শিক্ষা ও ক্ষমতায়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতকি দল অংশগ্রহণ করতে পারে। এটা বর্তমান সরকার ২০১৪ সালে নিশ্চিত করেছে, নতুন করে নিশ্চিত করার কিছু নেই। সেই অনুযায়ী নির্বাচনে সব দল অংশ নিতে পারে এবং একটি অবাধ-স্বাধীন নির্বাচন হতে পারে।
তিনি বলেন, যাদের প্রতিনিধি সংসদে রয়েছে, তাদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে।
নিজে আর নির্বাচনে অংশ নেবেন না জানিয়ে আবুল মাল আব্দুল মুহিত বলেন, আগামীতে আর নির্বাচন করব না। আমার আসনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন ও ড. মোমেনের যে কেউ নির্বাচন করবেন। যিনি দলীয় মনোনয়ন পাবেন, তিনিই নির্বাচনে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করবেন।
মন্ত্রী ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরীর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমান সরকার সাধ্যমতো ফিমেল একাডেমিকে সহযোগিতা করবে।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ও সাবেক রাষ্ট্রদুত ড. এ কে এম আব্দুল মোমেনসহ ফিমেল একাডেমির দাতা সদস্যরা।
এর আগে মন্ত্রী হেলিকপ্টারে করে দিরাই উপজেলা সদরে আসেন। সেমিনারে ফিমেল একাডেমির শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সারাবাংলা/এমএইচ/টিআর