হিজবুত তাহরিরের চট্টগ্রামের ‘আমির’ আটক
৩০ সেপ্টেম্বর ২০১৮ ২০:৩৮
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠন হিজবুত তাহরিরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মো. তানজিব হোসেন শিবলু (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাব। তারা দাবি করেছেন, শিবলু হিজবুত তাহরিরের চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার।
রোববার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে নগরীর বহদ্দারহাটে স্বাধীনতা কমপ্লেক্স এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
র্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক সিনিয়র এএসপি শাহেদা সুলতানা সারাবাংলাকে বলেন, ‘শিবলুর কাছে বেশ কিছু জিহাদি বই পাওয়া গেছে। আটকের পর আমরা তানজিবের সাংগঠনিক পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছি। তিনি হিজবুত তাহরিরের চট্টগ্রাম অঞ্চলের আমির।’
শিবলুর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ রহমান নগর এলাকায়। তার নামে গত ৩০ অক্টোবর নগরীর কোতোয়ালি থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের হয়েছিল বলে জানিয়েছেন এএসপি শাহেদা।
সারাবাংলা/আরডি/এটি