সবাই ফেসবুকে অ্যাকাউন্ট খোলেন: এইচ টি ইমাম
৩০ সেপ্টেম্বর ২০১৮ ২০:৪৭
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: আগামী নির্বাচনে জয়ের জন্য প্রচার চালাতে নেতা-কর্মীদের সবাইকে ফেসবুক অ্যাকাউন্ট খোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে রোববার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে এইচ টি ইমাম বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের কোনো বিকল্প নেই। নির্বাচনে জয়ের বড় হাতিয়ার হলো প্রচার।
নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রচারের জন্য আপনারা সবাই ফেসবুকে অ্যাকাউন্ট খোলেন। সেখানে সরকারের উন্নয়নের কথা তুলে ধরুন।
বিএনপি-জামায়াত এখনও বাংলাদেশকে পূর্ব পাকিস্তান মনে করে- এমন মন্তব্যও করেছেন এইচ টি ইমাম।
তিনি বলেন, বিএনপি-জামায়াত এখনো বাংলাদেশে পাকিস্তানের ছায়া দেখতে চায়। তারা এখনো বাংলাদেশকে পূর্ব পাকিস্তান মনে করে। তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।
নির্বাচনে জয়ের জন্য ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা কিছুতেই আর অগ্নি সন্ত্রাসের আর হাওয়া ভবনের বাংলাদেশে ফিরে যেতে পারি না।’
কেউ যাতে কোনো ধর্মের ওপর আঘাত করতে না পারে সেদিকে নেতা-কর্মীদের সচেষ্ট থাকারও আহ্বান জানিয়েছেন এইচ টি ইমাম।
চট্টগ্রাম নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ।
সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী, শামসুল হক চৌধুরী, সাবিহা নাহার বেগম, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহজাদা মহিউদ্দিন।
সারাবাংলা/আরডি/এমআই