‘প্রযুক্তির উন্নয়নে এগিয়ে যাচ্ছে রাষ্ট্র’
৩০ সেপ্টেম্বর ২০১৮ ২০:৪০
।। সারাবাংলা ডেস্ক।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘কো-কারিকুলার অ্যান্ড এক্সট্রা-কারিকুলার অ্যাকটিভিটিস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সাইয়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।
রোববার (৩০ সেপ্টেম্বর) নগরীর প্রবর্তক মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ভবনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে ড.মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘দিন যতই যাচ্ছে, মানুষ ততই প্রযুক্তিনির্ভর হয়ে পড়ছে। বর্তমান বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিশ্ব। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তির উন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের রাষ্ট্রও। আর এই এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইয়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরাও।
তিনি আরও বলেন, ‘কম্পিউটার সাইয়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা শুধু একাডেমিক পড়ালেখায় সীমাবদ্ধ থাকে না। নানা প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা যুক্তিচর্চার পথও তৈরি করে। এতে মেধার বিকাশও দ্রুত ঘটে।’
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ সেমিনারে সভাপতিত্ব করেন।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইয়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মিনহাজ হোসাইনের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন প্রভাষক তৃণা দাশ ও আরিফুল ইসলাম ভূঁইয়া।
বিভাগের প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা এতে অংশ নেন।
সারাবাংলা/আরডি/এমএইচ