Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানে টাইফুন ট্রামির আঘাতে দুই জনের মৃত্যু


১ অক্টোবর ২০১৮ ১৩:১৩

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

জাপানে শক্তিশালী ঘূর্ণিঝড় ট্রামির তাণ্ডবে দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ১২০ জন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (৩০ সেপ্টেম্বর) রাত ৮ টায় জাপানের পশ্চিমাঞ্চলের ওসাকা শহরে টাইফুন ট্রামি আঘাত হানে। এসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২১৬ কিলোমিটার।

ঘূর্ণিঝড়ের কারণে ওসাকার যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে গেছে। শহরটিতে বিমানের অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। প্রায় সাড়ে সাত লাখ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে।

উল্লেখ্য, গতমাসে জাপানে আঘাত হানে দেশটির পঁচিশ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় টাইফুন জেবি। টাইফুন জেবিতে জাপানে অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটে।

সারাবাংলা/এনএইচ

ওসাকা জাপান টাইফুন ট্রামি