Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিকিউরিটি গার্ডের পোশাক পরে ফেনসিডিল পাচার, আটক ১


১ অক্টোবর ২০১৮ ১৪:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

ঝিনাইদহ : ঝিনাইদহে কয়েকশ বোতল ফেনসিডিলসহ সিকিউরিটি গার্ডের পোশাক পরা এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (১ অক্টোবর) সকাল ৭টার দিকে জেলা সদরের লাউদিয়া এলাকা থেকে নাজমুল হাসান (৪০) নামের ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। নাজমুল হাসান ঢাকার চামেলীবাগ এলাকার বাসিন্দা।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, বিপুল পরিমান ফেনসিডিল পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জেলা সদরের লাউদিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় সেনাবাহিনীর ব্যবহৃত গাড়ির রঙের একটি প্রাইভেট কারের গতিরোধ করেন তারা। গাড়িটি চালাচ্ছিলেন সেনাবাহিনীর আদলে সিকিউরিটি গার্ডের পোশাক পরিহিত নাজমুল হাসান। পরে ওই গাড়ী তল্লাশী করে ২৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় নাজমুলকে। গাড়িটিতে সেনাবাহিনীর মতো করে পতাকার স্ট্যান্ডও লাগানো ছিল।

বিজ্ঞাপন

ফেনসিডিলগুলো জীবননগর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। তিনি আরো জানান, আটক নাজমুল দীর্ঘদিন ধরে এ ধরনের পোশাক ও গাড়ী ব্যবহার করে মাদকের ব্যবসা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

সারাবাংলা/এসএমএন

ফেনসিডিল পাচার সিকিউরিটি গার্ডের পোশাক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর