Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ৩৬


৩ জানুয়ারি ২০১৮ ১২:২৪

সারাবাংলা ডেস্ক

পেরুতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩৬ জন নিহত হয়েছে। এ ছাড়া ৬ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে, বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

রাজধানী লিমার উত্তরে পাসামায়োতে কার্ভা ডেল ডায়াবলো বা ‘শয়তানের বাঁক’ নামে পরিচিত কুখ্যাতে একটি বাঁকে দুর্ঘটনাটি ঘটে।

সে সময় বাসে ৫০ জন যাত্রী ছিল বলে জানায় বাসটির কতৃপক্ষ।

প্রশান্ত মহাসাগরের সৈকতে ওই বাঁকটির কাছে সব সময় প্রচণ্ড বাতাস থাকে বলে রাস্তাটি বিপজ্জনক হিসেবে পরিচিত।

দুর্ঘটনার পর পেরুর প্রেসিডেন্ট পেড্রো পাবলো কুজিনাস্কি জানিয়েছেন, ‘এই বিশাল ক্ষতি সহ্যকরা আমাদের জন্য খুবই কষ্টদায়ক।’

এ ছাড়াও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি একটি বার্তা পাঠিয়েছেন।

পেরুর পরিবহন বিভাগের প্রধান দিনো উস্কুডেরো জানিয়েছেন, দুর্ঘটনার তদন্ত করে দেখা গেছে অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নিচে পড়ে যায়।

একটি হেলিকপ্টার ব্যবহার করে উদ্ধার অভিযানে চালানো হচ্ছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমআই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর