Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফখরুলসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


১ অক্টোবর ২০১৮ ১৯:২৩

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা : পুলিশের কাজে বাঁধা ও নাশকতার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অর্ধ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

রোববার (৩০ সেপ্টেম্বর) রাতে হাতিরঝিল থানার উপপরিদর্শক শরীফুল ইসলাম বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় এই মামলা করেন। তবে বিষয়টি সোমবার (১ অক্টোবর) প্রকাশ হয়।

যাদের নামে মামলা করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সভাপতি হাবিবুন নবী খান সোহেল, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্তত ৫০ নেতাকর্মী।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে যাওয়ার পথে মগবাজার রেলগেট এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। এছাড়া সমাবেশ থেকে নাশকতার উসকানিও ছড়ানো হয়। এসব অভিযোগে হাতিঝিল থানার এসআই শরীফুল ইসলাম বাদি হয়ে বিএনপির শীর্ষ ১০ নেতাসহ অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে গতরাতেই এই মামলা করেন। মামলাটি দুপুরের পর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/ইউজে/এসএমএন

মির্জা ফখরুল ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর