সেনাবাহিনীতে চাকরির নামে টাকা আত্মসাৎ, বগুড়ায় গ্রেফতার ৪
১ অক্টোবর ২০১৮ ১৯:৫৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
বগুড়া : টাকার বিনিময়ে সেনা বাহিনীতে চাকরি দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করে এমন চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছেন র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা।
সোমবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায় বগুড়া শহরের সেউজগাড়ী প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিনমাথা মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- বগুড়ার সোনাতলা উপজেলার নুরার পটল গ্রামের মো. জোহা মিয়া (২২), জয়পুরহাটের কালাই উপজেলার ছত্রগ্রাম গ্রামের আমানউল্লাহ ওরফে তুহিন (২২), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার গাড়ইল গ্রামের মো. রুবেল মিয়া (২২) ও বগুড়ার শাজাহানপুর উপজেলার চকদুলাহার গ্রামের মো. আব্দুল কাদের (২৭)।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কমান্ডার মেজর মোর্শেদ জানান, গ্রেফতার প্রতারক চক্রটির সদস্যরা বগুড়া জেলাসহ আশপাশের বিভিন্ন জেলায় বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাত করে আসছিল। এদের বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সারাবাংলা/এসএমএন
চার প্রতারক গ্রেফতার সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা