Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়াদের আগেই পদ ছাড়ছেন বরিশাল সিটির বর্তমান মেয়র


১ অক্টোবর ২০১৮ ২০:৫২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বরিশাল : মেয়াদ শেষ হওয়ার ১৯ দিন আগেই পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল। আর এর কারণ হিসেবে তিনি বলছেন, জনগণের জন্য কাজ করতে সৃষ্টি হওয়া প্রতিবন্ধকতা।

সোমবার (১ অক্টোবর) দুপুরে নিজের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান মেয়র।

সংবাদ সম্মেলনে আহসান হাবিব কামাল বলেন, সিটি করপোরেশন পরিচালনা করতে হলে টাকার দরকার হয়। করপোরেশনের তহবিলে পর্যাপ্ত টাকা থাকার পরেও কর্মকর্তাদের অসহযোগীতার কারণে তিনি কোনো টাকা তুলতে পারছেন না। ফলে তার দ্বারা জনগণকে সেবা দেওয়া সম্ভব হচ্ছেনা। এছাড়া অদৃশ্য চাপের কারণে বরিশাল সিটি করপেোরেশন নাগরিকদের যথাযথ সেবা দিতে পারছে না বলেও অভিযোগ করেন তিনি। আর এসব বিষয় বুঝতে পেরেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মেয়র।

উল্লেখ্য আগামী ২৩ অক্টোবর বর্তমান মেয়র আহসান হাবিব কামালের মেয়াদ শেষ হবে। ২০১৩ সালের ১৫ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি নেতা আহসান হাবিব কামাল মেয়র নির্বাচিত হয়েছিলেন।

তবে গত ৩০ জুলাই মেয়র নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বিশাল ব্যবধানে পরাজিত করে বরিশালের নতুন নগরপিতা নির্বাচিত হন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ২৩ অক্টোবরের পর তার দায়িত্ব নেওয়ার কথা ছিল।

সারাবাংলা/এসএমএন

আহসান হাবিব কামাল বরিশাল সিটি করপোরেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর