Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিষাক্ত কেমিক্যাল দিয়ে আমের জুস!


১ অক্টোবর ২০১৮ ২০:২৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নেই কোনো ফল, ফলের নির্যাস (পাল্প)। নেই বিএসটিআই’র অনুমোদন, তবুও তৈরি হচ্ছে আম এবং কমলার জুস। ব্যবহার করা হচ্ছে কেবল ক্ষতিকর কেমিক্যাল। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় এমনই দু’টি কারখানার সন্ধান পাওয়া গেছে।

জুস

উপজেলার দক্ষিণ সানারপাড় এলাকার ওই কারখানার সোমবার (১ অক্টোবর) অভিযান চালায় র‌্যাব-১০ ও বিএসটিআই। তাতে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী মেজিস্ট্রেট সারওয়ার আলম। সারাবাংলাকে তিনি বলেন, নিজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। ফলের জুস তৈরির কোনো উপাদান আমরা সেখানে পাইনি। কাপড়ের রঙ, স্যাকারিন এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে জুস তৈরি করা হচ্ছিল।

জুস

আমরা ‘আফসারা এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেড’ সিলগালা করে দিয়েছে। কারখানার ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি মালিক এবং ব্যবস্থাপককে ৩ লাখ করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আরেকটি কারখানা ‘নূর ফুড প্রোডাক্টস লিমিটেড’কে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সারাবাংলা/জেএ/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর