Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবিতে ‘জাল নোট’ সরবরাহের অভিযোগে এক ব্যক্তি আটক


১ অক্টোবর ২০১৮ ২২:১৬

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘জাল নোট’ সরবারহের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে আটক ব্যক্তিকে আশুলিয়া থানা পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকার এক দোকানি বাদী হয়ে মামলা করেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন।

নিরাপত্তা অফিস সূত্রে জানা যায়, আটক ব্যক্তির নাম রুহুল আমিন। তার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি থানার খুলনা গ্রামে। তিনি আশুলিয়া এলাকায় টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করেন।

সূত্র জানায়, রুহুল আমিন সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় একটি খাবার দোকানে খাবার কিনতে যান। এ সময় তিনি দোকানিকে একটি ১ হাজার টাকার নোট দিলে দোকানি নোটটিকে জাল নোট বলে সন্দেহ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা এগিয়ে এসে তাকে মারধর করে। এরপর শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থল থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে নিয়ে যায়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তারা তাকে সেখান থেকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে যায়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিকেলে আরও কিছু জাল নোট নিয়ে শিক্ষার্থী, দোকানিসহ কয়েকজন ভুক্তভোগীও প্রক্টর অফিসে আসেন।

এদিকে ‘জাল নোট’ সরবারহ করেছেন এমন অভিযোগে এক ভর্তিচ্ছুর অবিভাবককে বেধড়ক পিটিয়েছে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। সোমবার দুপুরে বটতলায় এক দফা ও পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে নিয়েও তাকে মারধর করা হয়।

বিজ্ঞাপন

ভূক্তভোগী ওই ব্যক্তির অভিযোগ, তিনি বিশ্ববিদ্যালয়ের বটতলার একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় কয়েকজন শিক্ষার্থী তাকে পাশে ডেকে নেন। কথা বলার এক পর্যায়ে ‘তুই জাল টাকার ব্যবসা করিস’ এমন অভিযোগ তুলে সঙ্গে থাকা টাকা পয়সা ছিনিয়ে নেন ও চড়-থাপ্পড় দিতে থাকেন। এক পর্যায়ে আরো কয়েক শিক্ষার্থী জড়ো হয়ে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের তৃতীয় তলায় নিয়ে বেধড়ক পেটায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, এক দোকানির সন্দেহ আমলে নিয়ে শিক্ষার্থীরা ওই ব্যক্তিকে আটক করেছে। তার আচার-আচরণেও মনে হয়েছে সে জাল নোট সরবরাহের ঘটনায় জড়িত থাকতে পারে। ক্যাম্পাসে ইতোমধ্যে অসংখ্য জাল নোট ছড়িয়ে পড়তে পারে।

তিনি আরও বলেন, আজ বিকেলে কয়েকজন শিক্ষার্থী ও দোকানি এসে আরও কিছু জাল নোট দিয়ে গেছে। তারা বলেছে, লেনদেনের সময় তাদের কাছে কেউ এসব নোট আসল বলে চালিয়ে দিয়েছে। এ রকম ২৪টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। ফলে লেনদেনের সময় শিক্ষার্থীসহ সকলকে সচেতন থাকতে হবে। তবে ভর্তিচ্ছুর অবিভাবককে মারধরের ঘটনা একটা ভুল বোঝাবুঝি।

সারাবাংলা এমআই

জাহাঙ্গীরনগর

বিজ্ঞাপন

বাঘায় কৃষককে গলা কেটে হত্যা
২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর