Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে রিটের শুনানি বুধবার


২ অক্টোবর ২০১৮ ১১:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: জাতীয় নির্বাচনের ৪২ দিন আগে জাতীয় সংসদ ভেঙে দিয়ে নতুনভাবে এবং নতুন আঙ্গিকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানির জন্য অাগামীকাল দিন ঠিক করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২ অক্টোবর) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. অাশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ দিন ঠিক করেন।

গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

পরে ইউনুছ অালী অাকন্দ জানান, অাজ কোর্ট রিটটি শুনানির জন্য মোশন করেছি। অাগামীকাল অাদালত শুনানির জন্য দিন ঠিক করেছেন।

বিজ্ঞাপন

রিটে আইন মন্ত্রণালয় সচিব, মন্ত্রি পরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনারসহ সাতজনকে বিবাদী করা হয়।

সংসদ নির্বাচনের ৪২ দিন আগে জাতীয় সংসদ ভেঙে দিয়ে নতুনভাবে এবং নতুন আঙ্গিকে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে রুল জারিরও আবেদন করা হয়েছে। পাশাপাশি সে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ওপর নিষেধাজ্ঞার আদেশ দিতে আবেদন করা হয়েছে।

সারাবাংলা/এজেডকে/এমআই

তত্ত্বাবধায়ক সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর