Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মওদুদ ও সানাউল্লাহ মিয়ার অাগাম জামিন


২ অক্টোবর ২০১৮ ১২:১২

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।। 

ঢাকা: পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ অাহমদ ও বিএনপির অাইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে অাগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২ অক্টোবর ) বিচারপতি মোহাম্মদ অাব্দুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেন এর অাদালত পুলিশ রিপোর্ট দেওয়া পর্যন্ত জামিন দেন।

অাদালতে জামিন অাবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল অাবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

পরে অাইনজীবী জানান, গত ৩০ সেপ্টেম্বর হাতিরঝিল থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগেে ব্যারিস্টার মওদুদ অাহমদের বিরুদ্ধে একটি মামলা হয়। অার খিলগাঁও থানায় সানাউল্লাহ মিয়ার বিরুদ্ধে চারটি মামলা হয়। এসব মামলায় অাগাম জামিন চেয়ে অাবেদন করলে অাদালত অাদালত জামিন মন্জুর করেন।

সারাবাংলা/এজেডকে/এমআই

মওদুদ সানাউল্লাহ মিয়া