।। সারাবাংলা ডেস্ক ।।
ঢাকা: সিয়েরা লিওনের রাজধানীতে একটি গুরুত্পূর্ণ সড়কে সামরিক পরিবহণ ট্রাক উল্টে ১৩ জনের মৃত্যু হয়েছে ও অন্তত ৩০ জন অাহত হয়েছেন। সোমবার (১ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে।
সিয়েরা লিওনের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, একটি খোলা ট্রাকে করে ৪০ জনের বেশি সৈনিক নিয়ে ট্রাকটি রাজধানী ফ্রি টাউনের দিকে যাচ্ছিল। পথে ট্রাকটির ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ মিটার নিচে উল্টে পড়ে।
নিহতদের মধ্যে আট সৈনিক আছেন বলে জানিয়েছেন সামরিক বাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ইয়াইয়া ব্রিমা।
তিনি এই ঘটনাকে অত্যন্ত শোচনীয় একটি ঘটনা বলে অভিহিত করে বলেন, আমাদের একটি গাড়ি এমন আকস্মিকভাবে দুর্ঘটনায় কেন পড়ল এখন তা তদন্ত করে দেখছি।
সারাবাংলা/এমআই