।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: গাজীপুরের ন্যাশনাল ফ্যান কারখানায় হিট চেম্বার বিস্ফোরণে দগ্ধ সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেরর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দগ্ধরা হলেন, কর্মচারী কবির হোসেন (২০), লাল চান (২০), রনি (২০), রিপন (১৭), তানজিনা (১৮), আফিফ (১৬) ও কাকলী (১৬)।
বার্ন ইউনিটের দায়িত্বরত চিকিৎসক জানান, কবিরের শরীরের শতভাগ দগ্ধ হয়েছে। লাল চানের মাথায় আঘাত রয়েছে তাকে নিউরোসার্জারিতে পাঠানো হয়েছে। তাছাড়া বাকিদের অবস্থাও গুরুতর। সবাইকেই ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল বলেন, সবার অবস্থা আশঙ্কাজনক। লাল চান ৩০ শতাংশ বার্ন, হেডি ইনজুরি আছে। নিউরো সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে। এছাড়াও তানজিনার শরীরে ২৭ শতাংশ, কাকলী ১২ শতাংশ, রনি ১০ শতাংশ, কবীর ৬৬ শতাংশ, আফিফ ১৫ শতাংশ, রিপন ৩২ শতাংশ দগ্ধ হয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুরে গাজীপুরে টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানার হিট চেম্বার বিস্ফোরণে দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হয়েছেন আরও আট জন। মৃত দুজন হলেন কারখানার শ্রমিক সাইফুল ইসলাম (১৮) ও শামসুল হক (২০)। তারা টঙ্গীর মরকুন এলাকায় ভাড়া থেকে ওই কারখানায় কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে ন্যাশনাল ফ্যান কারখানার হিট চেম্বার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এখন পর্যন্ত দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় দগ্ধ হয়েছেন আরও আটজন। তাদের টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, এ ঘটনায় দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান ওসি।
সারাবাংলা/এসএসআর/এমএইচ
আরও পড়ুন