Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতির দায়ে চাকরি গেলো দুদক কর্মচারীর


২ অক্টোবর ২০১৮ ১৬:৫৭

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: প্রতারণা ও দুর্নীতির দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিরাপত্তা শাখায় কর্তব্যরত কনস্টেবল আসাদুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২ অক্টোবর) তাকে বরখাস্ত করা হয় বলে সারাবাংলাকে নিশ্চিত করেছন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

আসাদুজ্জামানের বিরুদ্ধে নিজেকে দুদকের পরিদর্শক পরিচয় দিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে ভ্যাট সংক্রান্ত মামলার বিষয়ে ভয় দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ আসে। মোট তিন দফায় রাজধানীর একটি রেস্টুরেন্ট এবং রমনা পার্কে এ অর্থ নেওয়া হয়, যা দুদকের গোয়েন্দা কার্যক্রমে বেরিয়ে আসে।

ওই অর্থের পরিমাণ দশ লাখ টাকারও বেশি বলে দুদক সূত্রে জানা গেছে। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক তদন্তে এর সত্যতা প্রমাণিত হলে আসাদুজ্জামানকে দুদকের চাকরি থেকে বরখাস্ত করা হয়।

দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি চলছে। দুর্নীতি ধরা পড়ামাত্র কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ন্ত্রণে দুদক দৃঢ় প্রতিজ্ঞ।’

সারাবাংলা/ইএইচটি/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর