Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৪ নেতা বহিষ্কার


২ অক্টোবর ২০১৮ ১৭:১৭

।। জবি করেসপন্ডেন্ট ।।

জবি: দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের মূলনীতির পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

মঙ্গলবার (২ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলো- জবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক কাওসার, সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মিলাদ উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মোল্লা।

বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত নেতাদের সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ না রাখতেও বলা হয়েছে। জবি ছাত্রদল সূত্রে জানা যায়, বহিষ্কৃতরা সবাই শিবিরের রাজনীতির সাথে জড়িত। দীর্ঘদিন ধরে দলের মধ্যে কোন্দল সৃষ্টি করে আসছে।’

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান বলেন, ‘এই সময়ে যারা নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা কখন নেতা হতে পারে না।’

সারাবাংলা/জেআর/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর