Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে খুন করে কিশোরগঞ্জে আত্মগোপন, খালার বাড়ি থেকে গ্রেফতার


২ অক্টোবর ২০১৮ ১৭:৩৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ছাত্রলীগ কর্মী হত্যা মামলার আসামি মো. ওমরকে (২১) কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ অক্টোবর) ভোরে কিশোরগঞ্জ জেলার কুলিয়ার চর এলাকা থেকে ওমরকে গ্রেফতার করা হয়। ওমর কর্ণফুলী উপজেলার শাহ মীরপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মকবুল আহমেদের ছেলে।

নগর পুলিশের কর্ণফুলী জোনের সহকারী কমিশনার জাহেদুল ইসলাম সারাবাংলাকে জানান, গত ২৬ সেপ্টেম্বর কর্ণফুলী উপজেলার শাহ মীরপুর এলাকায় মামুনুর রশিদ (২৬) নামে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়। ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটেছে। সেই হত্যা মামলার আসামি ওমর কিশোরগঞ্জে তার খালার বাড়িতে আত্মগোপন করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারের পর চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে।

সারাবাংলা/আরডি/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর