Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মংলা কাস্টমসের সাবেক কমিশনারের বিরুদ্ধে দুদকের মামলা


২ অক্টোবর ২০১৮ ১৮:০৫

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মংলা কাস্টমসের সাবেক কমিশনার ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের সদস্য (বর্তমানে পিআরএল) মোহাম্মদ নুরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২ অক্টোবর) দুদকের উপ-পরিচালক আখতার হামিদ ভূঞা রমনা থানায় মামলাটি করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের অভিযোগে বলা হয়েছে, আসামি নুরুল ইসলামের দুদকে ৬৯ লাখ ৫০ হাজার টাকার সম্পদ বিবরণী দাখিল করেছিলেন। সেটি যাচাই-বাছাই ও পর্যালোচনা করে দেখা গেছে তিনি ভিত্তিহীন তথ্য দিয়েছেন ও জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ নিজ দখলে রেখে দুদকের ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

সারাবাংলা/ইএইচটি/একে

 

কাস্টমস কর্মকর্তা দুদক

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর