।। কলকাতা থেকে ।।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আগুন লেগেছে।
বুধবার (৩ অক্টোবর) সকাল ৮টার কিছু পরে হাসপাতালের ওষুধের কাউন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপরই গোটা মেডিকেল কলেজ চত্বর ঘন ধোঁয়ায় ঢেকে যায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জরুরি বিভাগের সামনে রোগীর পরিবারের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।
আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন রোগী ও তাদের আত্মীয়রা। এদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। কোনওরকম ঝুঁকি না নিয়ে কাউকে চাদরে মুড়িয়ে, কাপড়ে মুড়িয়ে, কাউকে আবার কোলে করে রোগীদের হাসপাতালের বাইরে খোলা আকাশের নিচে এনে রাখা হয়। কেউ আবার আতঙ্কে নিজের উদ্যোগেই সিঁড়ি বেয়ে বাইরে বেরিয়ে আসেন। প্রায় আড়াই শতাধিক রোগীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় বলে জানা গেছে।
এদিকে হাসপাতালে আগুন লাগার খবর পেয়েই ফায়ার সার্ভিসের ১০ টি গাড়ি ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। ঘটনাস্থলে যায় দুর্যোগ মোকাবিলা দল ও পুলিশ। এখনো সেখানে উদ্ধার কাজ চলছে। তবে আগুনের কারণ বা হতাহতের বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
সারাবাংলা/এসএমএন