Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা, অংশ নিচ্ছে ৭২৭ জন


৩ অক্টোবর ২০১৮ ১০:৩১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

দিনাজপুর: দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ কেন্দ্রে ৭২৭ জন পরীক্ষার্থী এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবেন।

শুক্রবার (৫ অক্টোবর) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য সকল প্রস্তুতি শেষ করেছে কলেজ কর্তৃপক্ষ।

সারা দেশে ৩৭টি মেডিকেল কলেজে ৩ হাজার ৮১৮টি আসনের বিপরীতে প্রায় ৬৬ হাজার জন ভর্তি পরীক্ষায় অংশ নিবেন। এবার ৩৭টি মেডিকেল কলেজের মধ্যে ১৯টি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ কেন্দ্রে ৭২৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে।

এবার এমবিবিএস কোর্স ভর্তি পরীক্ষা কেন্দ্রে প্রতিষ্ঠান প্রধান ছাড়া কেউ মোবাইল, ঘড়ি, চশমা নিয়ে প্রবেশ করতে পারবেন না। আর প্রতিষ্ঠান প্রধান যে মোবাইলটি ব্যবহার করবেন সেটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন। কেন্দ্রের প্রতিটি আসন বসাবেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আগত প্রতিনিধিরা। পরীক্ষা গ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে পরীক্ষার দিন সকাল ৮ টার মধ্যে হলে প্রবেশ করতে হবে। এরপর পরীক্ষা শেষে উত্তরপত্র ও ব্যবহৃত প্রশ্নপত্র/অব্যবহৃত প্রশ্নপত্র প্রেরণ কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত কেউ কেন্দ্রের বাইরে যেতে পারবেন না। স্থানীয় অবস্থানকারী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা হল থেকে বের হতে পারবেন না। ভর্তি পরীক্ষায় যদি কোন শিক্ষক কর্মকতা-কর্মচারীর ছেলে-মেয়ে বা নিকট আত্মীয় অংশগ্রহণ করে থাকেন, তাহলে সেই শিক্ষক, কর্মকতা-কর্মচারী পরীক্ষার হলে ডিউটি করতে পারবেন না। সেদিন যাদের ডিউটি থাকবে তারা ছাড়া কোন শিক্ষক, কর্মকতা-কর্মচারী কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

বিজ্ঞাপন

এছাড়া যারা হিজাব পরে আসবেন প্রবেশ গেটে কালো কাপড় দিয়ে দু’টি ঘর তৈরি করা হবে। প্রধান গেটে দায়িত্বে থাকা ৪ জন শিক্ষক (২জন পুরষ ও ২জন নারী) তল্লাশি করে পরীক্ষার্থীদের প্রবেশ করাবেন। প্রবেশপত্র ও এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড হাতে উচিয়ে ধরে প্রদর্শন করতে হবে।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: কান্তা রায় রিমি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা নিশ্চিত করে সারাবাংলাকে জানান, ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় আইনশৃঙ্খলা রক্ষার্থে জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব, শিক্ষক কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকদের সঙ্গে বৈঠক করা হয়েছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র আনা-নেওয়া, আসন বিন্যাস সব কিছু হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ডিজিটাল পদ্ধতিতে। ডিজিটাল ডিভাইস সংযুক্ত গাড়িতে করে প্রশ্ন আনা এবং উত্তরপত্র ও ব্যবহৃত প্রশ্নপত্র/অব্যবহৃত প্রশ্নপত্র প্রেরণ কাজ সম্পন্ন হবে।

একটি স্বচ্ছ ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এবারও মেধাবীরা এমবিবিএস ভর্তির সুযোগ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন অধ্যক্ষ কান্তা রায় রিমি। এ জন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

সারাবাংলা/এমআইআর/এমএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর