Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সু চি’র সম্মানসূচক নাগরিকত্ব ফিরিয়ে নিল কানাডা


৩ অক্টোবর ২০১৮ ১৩:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি’র সম্মানসূচক নাগরিকত্ব ফিরিয়ে নিয়েছে কানাডা। দেশটিতে রোহিঙ্গা নাগরিকদের ওপর চালানো নৃসংশতা প্রতিরোধে ব্যর্থ হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা।

মঙ্গলবার (২ অক্টোবর) সুচির নাগরিকত্ব রদ করা হয়। সু চিই হলেন প্রথম ব্যক্তি যার সম্মানসূচক নাগরিকত্ব ফিরিয়ে নেওয়া নিয়েছে কানাডা।

২০০৭ সালে সুচিকে দেওয়া এই সম্মান ফিরিয়ে নিতে কানাডার পার্লামেন্টের সিনেট সদস্যরা একমত হয়েছেন। এর আগে গত সপ্তাহে হাউস অব কমন্সের সদস্যরাও একযোগে সু চির নাগরিকত্ব প্রত্যাহারের সিদ্ধান্তে একমত হন।

বিজ্ঞাপন

জাতিসংঘের একটি তদন্ত কমিটি গত মাসে দেওয়া প্রতিবেদনে জানায় যে, মিয়ানমারের সেনাবাহিনী অত্যন্ত পরিকল্পিতভাবে রোহিঙ্গা মুসলমানদের হত্যা করছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, ধর্ষণ করছে এবং তাদের জাতিগতভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা চালাচ্ছে।

কানাডার সিনেটর রত্না ওমিদভার বলেন, মিয়ারমারে যা হচ্ছে তা গণহত্যা। এর ভয়াবহতা আমাদের অনুধাবন করতে হবে। অং সান সুচি এখন আর গণতন্ত্র ও মানবাধিকারের প্রতিমূর্তি নন। সে কারণে তার কাছে আর কানাডার সম্মানসূচক নাগরিকত্ব থাকা উচিত নয় বলে মনে করেন এই সিনেটর।

এর মাধ্যমে কানাডা বিশ্বের কাছে একটি শক্তিশালী বার্তা দিল বলেও মনে করেন সিনেটর রত্না। তিনি বলেন, ‘আপনি (সু চি) গণহত্যার সঙ্গে জড়িত। আপনাকে এখানে (কানাডা) আর স্বাগত জানানো হবে না। সম্মানজনক নাগরিক হিসেবেও না।’

মিয়ানমারে গণতন্ত্রের জন্য লড়াইয়ের কারণে ১৯৯১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান অং সান সু চি।

সারাবাংলা/এসএমএন

অং সান সু চি কানাডার নাগরিকত্ব