এসিড ভর্তি ড্রাম বহনের সময় দগ্ধ ৩ ট্যানারি শ্রমিক
৩ অক্টোবর ২০১৮ ১৫:০০
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা : সাভারের হেমায়েতপুরের একটি ট্যানারিতে কাজ করার সময় এসিডদগ্ধ হয়েছেন তিন জন। আহতরা সবাই ওই কারখানাটির কর্মচারি।
বুধবার (৩ অক্টোবর) বেলা ১২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন, সুমন হোসেন (২৫), আবুল বাশার (৫৫) ও হাসেম আলী (৩২)।
আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা তিনজনই হেমায়েতপুরের মিতালী ট্যানারিতে কাজ করেন। আশপাশের এলাকাতেই বসবাস করেন তারা। বেলা ১২ টার দিকে মিতালী ট্যানারির কয়েকজন কর্মচারি কাজের প্রয়োজনে এসিড আনতে যান পাশের এশিয়া ট্যানারি। সেখান থেকে এসিডভর্তি ড্রামের সঙ্গে বাঁশ বেঁধে কাঁধে করে কারখানায় নেওয়া হচ্ছিল। হঠাৎ বাঁশ ভেঙ্গে এসিডভর্তি ড্রামের ঢাকনাটি খুলে কিছু এসিড মাটিতে পড়ে যায়। এসময় পা পিছলে হাসেম নিচে পড়ে গেলে তার শরীরে অধিকাংশ জায়গা ঝলসে যায়। সঙ্গে থাকা আরো দুইজনেরও পাত ও পায়ের কিছু অংশ ঝলসে যায়।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, হাশেমের শরীরের অধিকাংশ অংশই ঝলসে গেছে। তার অবস্থায় আশঙ্কাজনক। তবে সুমন ও বাশারের শুধু হাত ও পায়ের কিছু অংশ দগ্ধ হয়েছে। সবাইকেই যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সারাবাংলা/এসআর/এসএমএন