জাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, পেছাল ভর্তি পরীক্ষা
৩ অক্টোবর ২০১৮ ১৫:০৫ | আপডেট: ৩ অক্টোবর ২০১৮ ২০:৪৭
।। জাবি করেসপন্ডেন্ট।।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুইটি আবাসিক হলের ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের জেরে ভর্তি পরীক্ষা আধাঘণ্টা পেছানো হয়েছে।
বুধবার (৩ অক্টোবর) সকাল ৮টার দিকে আল-বেরুনি হলের আবাসিক শিক্ষার্থীরা হল সংলগ্ন সড়ক অবরোধ করে। তাদের বাধার মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্ধারিত সময়ে আধাঘণ্টা পরে পরীক্ষা শুরু করে। এতে সকল শিফটের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়ের আধাঘণ্টা দেরিতে অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার মধ্য রাতে আল-বেরুনী হল ও মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হন।
এ ঘটনার প্রতিবাদে আল-বেরুনী হলের ছাত্রলীগ নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা হলের সামনে অবস্থান নেয়। এ সময় তারা কয়েকটি পরীক্ষা কেন্দ্রের ফটকে তালা ঝুলিয়ে দেয়। তাদের বাধার মুখে কেউই ওইসব কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। পরে সাড়ে ৮টার দিকে প্রক্টরিয়াল বডির সদস্যরা ও শাখা ছাত্রলীগের শীর্ষ নেতারা ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা উঠে যায়। এরপর নির্ধারিত সময়ের আধাঘণ্টা পরে সকাল সাড়ে ৯টায় ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) দ্বিতীয় দিনের প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও আল-বেরুনী হলের আবাসিক ছাত্র আবু সাদাত সায়েম বলেন, কেউ পরীক্ষা কেন্দ্রে তালা দেয়নি। হলের আবাসিক শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের সামনে অবস্থান নিয়েছিল।
জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার বলেন, আমাদের এখানে তারা এসেছিল। তারা ভেতরে কাউকে প্রবেশ করতে দেয়নি। এ কারণে পরীক্ষা শুরু হতে দেরি হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, পরীক্ষা শুরু করতে বাধা দেওয়া একটি দুঃখজনক ঘটনা। আমরা ভর্তিচ্ছু ও তাদের পরিবারের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।
সারাবাংলা/এমএইচ/জেডএফ
আরও পড়ুন
জাবির আবাসিক হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০