Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছুটি নেওয়ার আগেই বিদেশ চলে যাওয়ায় ঢাবি অধ্যাপকের পদাবনতি


৩ অক্টোবর ২০১৮ ১৭:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট।।

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নাসরীন ওয়াদুদকে অননুমোদিত ছুটি কাটানোর দায়ে পদাবনতি দিয়ে অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একাধিক সিন্ডিকেট সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে একজন সিন্ডিকেট সদস্য সারাবাংলাকে বলেন, নাসরীন ওয়াদুদ ছুটি নেন ৫ মে থেকে। অথচ ২৭ এপ্রিল থেকে তিনি বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। বিভাগের শিক্ষকরা এটা নিয়ে অভিযোগ করেন এবং একটি তদন্ত কমিটি হয়। তদন্ত কমিটি এর সত্যতা পেয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এটা বিশ্ববিদ্যালয়ের আইনের পরিপন্থী। এই ধরনের কাজ করার জন্য অনেকের চাকরি চলে গেছে। যেহেতু তিনি ছুটি নিয়েছেন কিন্তু আগেভাগে চলে গেছেন। সেই জন্য তাকে প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর করা হয়েছে। এ ছাড়া তিনি যাওয়ার সময় তার চেয়ারম্যান পদ কাউকে দিয়ে যাননি। এ জন্য তাকে চেয়ারম্যানশিপ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে নাসরীন ওয়াদুদ বলেন, আমি অসুস্থ ছিলাম। ডাক্তার দেখাতে ইন্ডিয়াতে গিয়েছিলাম। কোনো কথা স্মরণে থাকে না। ছুটি নিয়েছিলেন কিন্তু মনে না থাকার কারণে আগেই চলে গিয়েছিলেন বলে জানান।

সারাবাংলা/কেকে/এমআই

অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর