Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁনখারপুলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু


৩ অক্টোবর ২০১৮ ১৮:৫৪

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর চাঁনখারপুলে নির্মাণাধীন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টায় তাকে মৃত ঘোষণা করেন।

মৃত পলাশ মেহেরপুর জেলার গাংনি উপজেলার করমদি গ্রামের মৃত জিহাদ মিয়ার ছেলে। বর্তমানে সে চাঁনখারপুলের ওই নির্মাণাধীন বার্ন ইন্সটিটিউটেই থাকতো।

সহকর্মী মজনু মিয়া জানান, নির্মাণাধীন ভবনের ২য় তলায় মাচান বেঁধে ফলস সিলিং লাগানোর কাজ করছিলো পলাশ। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাচান থেকে নিচে পড়ে যায় সে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য ওই শ্রমিকের মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর