Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে দিতে ওআইসিকে ভূমিকা রাখতে হবে’


৩ অক্টোবর ২০১৮ ২০:২৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে দিতে ইসলামি সহযোগিতা সংস্থাকে (ওআইসি) সক্রিয় ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, সারাবিশ্বে নিগৃহীত নিপীড়িত মুসলিম জনগণের স্বার্থ রক্ষা করতে ওআইসি’কে সোচ্চার হতে হবে।

বুধবার (৩ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্বাস ভেইজি দেহনভি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

ইরানকে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। সাক্ষাৎকালে দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইরানের সহায়তা কামনা করেন।

মোহাম্মদ নাসিম বলেন, প্রায় ১০ লাখ রোহিঙ্গা গোষ্ঠীর খাদ্য, বাসস্থান, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য মৌলিক চাহিদা পূরণ করা বাংলাদেশের মতো সীমিত সম্পদের দেশের জন্য কঠিন। তারপরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আশ্রয় দিয়েছেন। কিন্তু এই বিপুল জনগোষ্ঠীকে বেশি দিন সেবা দেওয়া সম্ভব নয়। বিভিন্ন দেশ ও রাষ্ট্র আমাদের সহযোগিতা দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেএ/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর