Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রস্তুতির অভাবে ইভিএম মেলা থেকে সরে এসেছে ইসি


৪ অক্টোবর ২০১৮ ০৮:২০

।। গোলাম সামদানী, স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার সর্ম্পকে ভোটারদের মাঝে সচেতনতা বাড়াতে ইভিএম মেলার আয়োজন করার কথা থাকলেও শেষ পর্যন্ত মেলার আয়োজন থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)।

জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ বা এনআইডি  শাখার উদ্যোগে আগামী ১৪ ও ১৫ অক্টোবর দুই দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা মেলার উদ্বোধন করবেন বলে দুই মাস আগে থেকেই হলও বরাদ্দও নেওয়া হয়। কিন্তু মাঝপথে এসে ইভিএম মেলার সিদ্ধান্ত থেকে সরে আসলো ইসির এনআইডি শাখা।

বুধবার (৩ অক্টোবর) বিকেলে ইসির এনআইডি শাখার পরিচালক আব্দুল বাতেন তার কার্যালয়ে সারাবাংলার কাছে ইভিএম মেলা স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ইভিএম মেলা বাতিল করা হয়নি। আপাতত রাজধানীর ইভিএম মেলা স্থগিত করা হয়েছে। আমরা ঢাকায় ইভিএম মেলা করার আগে দেশের আটটি বিভাগীয় জেলাসহ মোট ১০টি জেলায় এই মেলা করতে চাই। সেগুলো শেষ করে ঢাকায় মেলা করা হবে। আর এ কারণেই ইভিএম মেলা স্থগিত করা হয়েছে।’

আরও পড়ুন: আমি ইভিএমের পক্ষে: প্রধানমন্ত্রী

ইসি সূত্র জানায়, আগামী ১৪ ও ১৫ অক্টোবর ইভিএম মেলার জন্য বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে হল বুকিংও দেওয়া হয়েছিল। মেলায় ভোটাররা যেন ইভিএমের মাধ্যমে ডামি ভোট দিতে পারেন, সে জন্য আগামী ৫ অক্টোবর ভোটারদের রেজিস্ট্রেশন করতে দিনক্ষণও চূড়ান্ত হয়েছিল। তবে ইভিএম মেশিন ব্যবহার সংক্রান্ত জটিলতা এবং পর্যাপ্ত প্রস্তুতির অভাবে দুই সপ্তাহ আগে মেলা করা থেকে সরে আসে নির্বাচন কমিশন।

জাতীয় নির্বাচন, ইভিএম, ট্রাস্ট ব্যাংক

ইসি সূত্র জানায়, ইভিএম মেলায় ভোট নেওয়ার জন্য পর্যাপ্ত  জনবলের অভাবের কারণে ইসি শেষ মুহূর্তে মেলা করা থেকে সরে অসেন।

বিজ্ঞাপন

ইসির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সারাবাংলাকে বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগ মুহূর্তে এসে কমিশন নতুন করে ইভিএম নিয়ে কোনো ঝামেলায় জড়াতে চাইনি। সে জন্য ইভিএম মেলা থেকে সরে দাঁড়াতে হয়েছে। কারণ মেলায় ভোট দেওয়ার সময় ইভিএম মেশিন ঠিকমতো কাজ না করলে নতুন করে বির্তক তৈরি হবে।

আরও পড়ুন: ইভিএম অপব্যবহারে থাকছে জেল-জরিমানা

তারা আরও বলছেন, সরেজমিনে ইভিএম উপস্থাপন করা হলে গণমাধ্যমসহ বিভিন্ন এক্সপার্ট ইভিএমের সক্ষমতা ও সঠিকভাবে ব্যবহার সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপন করতে পারেন। গণমাধ্যম ও এক্সপার্টদের সঠিক জবাব দিতে না পারলে তা নতুন বির্তক তৈরি করতে পারে। এসব কারণে ইভিএম মেলা স্থগিত করেছে ইসির এনআইডি বিভাগ।

উল্লেখ্য, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইভিএম ব্যবহার বিষয়ে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং ইভিএমে কীভাবে ভোট দিতে হয় তা দেখাতে ইসির জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ এই মেলার আয়োজন করেছিল। মেলায় সাধারণ ভোটারদের পাশাপাশি বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও আমন্ত্রণ জানানোর কথা ছিল।

সারাবাংলা/জিএস/এমআই

ইভিএম একাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর