‘অভিনব বন্ধুত্ব’ দুদকের আইনজীবী ও খালেদার আইনজীবীর
৩ জানুয়ারি ২০১৮ ১৫:১১
হাবিবুর রহমান, ফটো জার্নালিস্ট
ঢাকা : বুধবার সকালে বকশীবাজার আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বিশেষ আদালতে উপস্থিত দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মোশাররফ হোসেন কাজল ও খালেদা জিয়ার আইনজীবী মাসুদুর রহমান তালুকদার। দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাজিরা উপলক্ষে সকালে আগেভাগেই উপস্থিত হন তারা।
আদালতের এজলাসে দুই আইনজীবীর সম্পর্ক দা-কুমড়ার মতো। অন্তত মামলার যুক্তিতর্ক শুনানি চলাকালে এটিরই প্রমাণ মেলে। তবে এই দা-কুমড়ার সম্পর্কের বাইরেও তাদের মধ্যে অভিনব বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। বোঝা গেল, বুধবার সকালে তাদের মধ্যে একটি সম্বোধনে।
‘এই ভণ্ড, এই ভণ্ড, এদিকে আয়’ এভাবেই খালেদা জিয়ার আইনজীবী মাসুদুর রহমান তালুকদারকে ডাকলেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
তালুকদারও হাসতে হাসতে এগিয়ে গেলেন কাজলের কাছে। এরপর পরস্পর বাহুবন্ধনে আবদ্ধ হলেন তারা। মামলার আসামি খালেদা জিয়া আসার আগ মুহূর্তে দুজনে আদালতের প্রাঙ্গণে শীতের মিষ্টি রোদে খুনসুঁটিতে মেতে ওঠেন। এভাবে তাদের আলাপচারিতা চলে প্রায় ৩০ মিনিট। গল্প। হঠাৎ দুজনা চুপ হয়ে যান, আবার হেসে ওঠেন।
কিছুক্ষণ পরে আদালতে প্রবেশ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আদালতের ভেতরে কিছুক্ষণ পরে শুরু হবে দুই আইনজীবীর বাকযুদ্ধ। ভেতরের চিত্র এরকম হলে বাইরের চিত্র বলে দেয় ওরা দুইজন বেশ ভালো বন্ধু। কিন্তু আদালতের কেউ কাউকে চুল পরিমাণ ছাড় দিতে রাজি নয়।
দুইবন্ধুর খুনসুঁটি দেখে পাশে দাঁড়িয়ে থাকা একজন কিছুটা চাপাস্বরে বলে উঠলেন, সবাই যদি সবসময় এমন এভাবে হাসি খুশি থাকত তাহলে রাজনীতিতে কোনো অশান্তি থাকত না।
সারাবাংলা/এইচআর/একে