Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরকে উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল ৬ ডুবুরির


৪ অক্টোবর ২০১৮ ১৩:৪৭ | আপডেট: ৪ অক্টোবর ২০১৮ ১৩:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

পরিত্যক্ত একটি খনিতে সৃষ্ট জলাশয়ে ১৭ বছরের এক কিশোরকে খুঁজতে গিয়ে মালয়েশিয়ায় একইসাথে ৬ ডুবুরির মৃত্যু হয়েছে। দেশটির সেলানগোর রাজ্যের সেপাং জেলায় এ ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয় ।

নিখোঁজ ওই কিশোর বুধবার তার বন্ধুদের সাথে জলাশয়টিতে মাছ ধরতে গিয়ে ডুবে যায়। ডুবুরিরা সবধরনের নিরাপত্তা নিয়েই ছেলেটিকে অনুসন্ধানে নেমেছিলেন। কিন্তু হঠাৎ তারা জলাশয়ে ‘পানির ঘূর্ণিতে’ পড়েন। প্রায় আধঘণ্টা পর ডুবুরিদের উদ্ধার করা সম্ভব হলেও পরে আর তাদের কারো জ্ঞান ফিরেনি।

প্রাথমিকভাবে, ধারণা করা হচ্ছে ভারি বৃষ্টিপাতের কারণে জলাশয়ে হঠাৎ এমন পানির ঘূর্ণি সৃষ্টি হয়েছিলো।

বিজ্ঞাপন

সেপাং জেলার পুলিশ প্রধান আব্দুল আজিজ বলেন, ডুবুরিরা সবাই প্রয়োজনীয় নিরাপত্তার পোশাক পরেছিলেন ও দড়ি দিয়ে বাঁধা ছিলেন। তবু তারা পানির ঘূর্ণিতে আটকা পড়েন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেরনামার জানায়, একইসাথে এবারই প্রথম ৬ ডুবুরির মৃত্যু হলো। নিখোঁজ কিশোরের সন্ধানে আবারও অনুসন্ধান চালানো হবে।

সারাবাংলা/এনএইচ

ডুবুরির মৃত্যু মালয়েশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর