ভোটের আগে ৫১৭ জন সহকারী নির্বাচন কর্মকর্তা নিয়োগ দেবে ইসি
৪ অক্টোবর ২০১৮ ১৬:০৮
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা পদে ৫১৭ জনকে নিয়োগ দেবে নির্বাচন কমিশন। নতুন পদ সৃষ্টি করে তাদের নিয়োগ দেওয়া হবে বলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৃহস্পতিবার (৪ অক্টোবর) জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ মাহবুব তালুকদার।
তিনি সাংবাদিকদের বলেন, ‘এ নিয়োগ সংসদ নির্বাচনের আগেই হবে। নতুন নিয়োগপ্রাপ্ত সহকারী নির্বাচন কর্মকর্তারা নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবেন।’
নবম সংসদের আগে বিএনপির আমলে এ ধরনের নিয়োগে বিতর্ক হয়েছিল। সেখানে স্বজনপ্রীতি ও দলীয় বিবেচনায় লোক নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছিল। পরে এ নিয়োগটি এ টি এম শামসুল হুদা কমিশন বাতিল করে।
নির্বাচনের আগে নির্বাচন কমিশনে নতুন নিয়োগে বিতর্ক হবে কি না সাংবাদিকদের এ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না। যাচাই-বাছাই করে নিয়োগ দেওয়া হবে। কোনো বিতর্ক হবে না।’
তিনি বলেন, ‘বর্তমানে ইসির জনবলের সংখ্যা তিন হাজার। সংশোধনীয় অর্গানোগ্রামে পাঁচ হাজার করা হয়েছে। তাই নতুন করে দুহাজার লোক নিয়োগ করা হচ্ছে এবং এটি নির্বাচনের আগেই।’
গতকাল ইসির বিদ্যমান জনবল থেকে ৭৫ জন কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ করা হয়েছে। তবে যুগ্ম সচিব কাউকে পদোন্নতি দেওয়া হয়নি।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার ১০টি পদের বিপরীতে ৯ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। এরা ৪র্থ গ্রেডভুক্ত হবেন। উপসচিব পদে ২৯ জনকে পদোন্নতির সুপারিশ করা হয়েছে। এরা পঞ্চম গ্রেডভুক্ত হবেন।
এ ছাড়া সিনিয়র সহকারী সচিব ৩৭ জনকে পদোন্নতি সুপারিশ করা হয়েছে। এরা ৬ষ্ঠ গ্রেডের আওতায় পড়বেন।
বরিশাল সিটি করপোরেশনের অনিয়ম সংক্রান্ত কমিশনের তদন্ত প্রতিবেদন প্রকাশের আগেই কীভাবে রিটার্নিং কর্মকর্তা ফলাফল প্রকাশ করলেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এর কোনো উত্তর আমার কাছে নেই। আমিও জানি না কীভাবে এটি হয়েছে।’
উল্লেখ্য বুধবার রিটার্নিং কর্মকর্তা দুই মাস পর বরিশাল সিটি করপোরেশনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে তদারকির দায়িত্বে ছিলেন।
সারাবাংলা/জিএস/এনএইচ/একে
ইসি ইসি কমিশনার মাহবুব তালুকদার জাতীয়-নির্বাচন নির্বাচন কমিশন