Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবিতে মানবিকের ভর্তি পরীক্ষা শনিবার, প্রতি আসনে লড়বে ১২ জন


৪ অক্টোবর ২০১৮ ১৬:৪৪

।। জবি করেসপন্ডেন্ট ।।

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইউনিটের-২ ভর্তি পরীক্ষা আগামী শনিবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে। এবার ইউনিট-২ এর (মানবিক বিভাগ) ১ হাজার ২৭০টি আসনের বিপরীতে ১৪ হাজার ৪৩৮ জন পরীক্ষার্থী চূড়ান্ত আবেদন সম্পন্ন করেছে। এতে আসন প্রতি পরীক্ষার্থী লড়বে প্রায় ১২ জন।

পরীক্ষা কমিটির প্রধান ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আতিয়ার রহমান বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস ও বিভিন্ন ধরনের অনিয়ম ঠেকানোর জন্য এবার লিখিত পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাছাড়া লিখিত পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ফলে শুধুমাত্র সৃজনশীল ও মেধাবী শিক্ষার্থীরাই ভর্তি হওয়ার সুযোগ পাবে।’

পরীক্ষার্থীর সংখ্যা কম হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো নিয়ন্ত্রণ করতে কিছুটা সমস্যায় পড়তে হয়। এইজন্যই আমরা বাছাই করে প্রার্থী নিয়েছি যাতে ক্যাম্পাসের ভেতরে সবার পরীক্ষা নিতে পারি। আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় ১১ হাজার ৫০০ জন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা আছে। আর বাকিগুলো আমরা আমাদের ক্যাম্পাসের সঙ্গে যে স্কুল ও কলেজ আছে সেগুলোতে নেবো।’

পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অধ্যাপক আতিয়ার রহমান বলেন, ‘কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাকে সামনে রেখে আমরা নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। ক্যাম্পাসের বাইরের যেসব কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেইসব কেন্দ্রের প্রতিটি রুমে বিশ্ববিদ্যালয়ের একজন করে শিক্ষক দায়িত্বে থাকবে।’

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বাইরের কেন্দ্রের জন্য অধ্যাপক ও সিনিয়র কর্মকর্তাদের সমন্বয়ে আটটি টিম তৈরি করা হয়েছে। প্রতি কেন্দ্রের নিরাপত্তার জন্য দুইটি করে টিম কাজ করবে। তাছাড়াও প্রক্টোরিয়াল বডি ও পুলিশ সর্বক্ষণ নিরাপত্তার জন্য কাজ করবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর