Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবি ভর্তি পরীক্ষা: প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৪ জন


৪ অক্টোবর ২০১৮ ১৯:০৮

।। রাবি করেসপন্ডেন্ট ।।

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৪ জন ভর্তিচ্ছু। বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর খাদেমুল ইসলাম মোল্ল্যা এ তথ্য নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের ৫টি ইউনিটে মোট ৪২৭৩ টি আসনের বিপরীতে এবার ১ লাখ ৪৭ হাজার ৭৫৩ জন ভর্তিচ্ছু চূড়ান্তভাবে আবেদন সম্পন্ন করেছেন।

এর আগে, গত ১ অক্টোবর তৃতীয় পর্যায়ে আবেদনের শেষ দিন ছিল। যার মধ্য দিয়ে ভর্তি আবেদনে চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন হয়।

প্রফেসর খাদেমুল ইসলাম জানান, ‘এ’ ইউনিটে ১হাজার ৬১টি আসনের বিপরীতে ৩০হাজার ৬৫২জন, ‘বি’ ইউনিটে ৫৬০টি আসনের বিপরীতে ২৪ হাজার ৮০৬জন, ‘সি’ ইউনিটে ৯৪২ টি আসনের বিপরীতে ৩১হাজার ৯ জন, ‘ডি’ ইউনিটে ৬৫২ আসনের বিপরীতে ৩০হাজার ৮৯০জন, ‘ই’ ইউনিটে ৯৫৮টি আসনের বিপরীতে ৩০হাজার ৩৯৬ জন ভর্তিচ্ছু লড়বে। এছাড়া ১০০টি আসন কোটায় সংরক্ষিত।

আগামী ২২-২৩ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.ru.ac.bd/undergraduate/) পাওয়া যাবে।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর