Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদক প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি: মাসুদ বিন মোমেন


৫ অক্টোবর ২০১৮ ০৯:১৭

।। সারাবাংলা ডেস্ক ।।

মাদকের ছোবল প্রতিরোধে সরকার সর্বোচ্চ সতর্কতা ও ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার(৪ অক্টোবর) জাতিসংঘের চলতি ৭৩তম অধিবেশনের তৃতীয় কমিটির আওতায় ‘আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ’ এজেন্ডার আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, এই অপরাধের সাথে যারা যুক্ত তাদেরকে কঠিন হাতে মোকাবিলা করা হচ্ছে। আর এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পষ্ট বার্তা হল ‘আমরা জঙ্গিবাদ দমন করেছি, এখন মাদকের ছোবল থেকে দেশ বাঁচাতে পদক্ষেপ নিয়েছি’।

রাষ্ট্রদূত সম্প্রতি জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান এবং বিশ্বে মাদক সমস্যার কার্যকর সমাধান ও প্রতিরোধে শেখ হাসিনাসহ বিশ্বনেতৃবৃন্দ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেসব উল্লেখ করেন। মাদক নিয়ন্ত্রণ, মাদকের অবৈধ ব্যবসা ও চোরাচালান বন্ধে সরকারের বিভিন্ন সংস্থা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে বলে তিনি জানান।

রাষ্ট্রদূত  বলেন, মাদকের ছোবলে আমাদের যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট হোক তা কোনভাবেই আমরা হতে দিব না।

এছাড়া, প্রতিবেশী দেশসমূহের সাথে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর এবং সীমান্তে মাদক নিয়ন্ত্রণে ঘনিষ্ঠ সহযোগিতা রক্ষার মাধ্যমে মাদক নির্মূলে বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা বৈঠকে তুলে ধরেন জাতিসংঘে বাংলাদেশের এই স্থায়ী প্রতিনিধি।

রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, আমরা বিশ্বাস করি আন্তর্জাতিক সম্প্রদায়, সম্মিলিত প্রচেষ্টা, রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং অংশীদারিত্বের ভিত্তিতে মাদকের অভিশাপ থেকে রক্ষা পেতে কার্যকর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

জাতিসংঘ মাদক নির্মূল মাসুদ বিন মোমেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর