Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০১৮-১৯ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা শুরু


৫ অক্টোবর ২০১৮ ১০:০৬

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট।।

ঢাবি: সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষে (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (৫ অক্টোবর) বেলা ১০টায় শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে রাজধানীসহ সারা দেশের ১৯টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে সকাল বেলা থেকে ১১টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয়বার ভর্তিচ্ছুকদের ক্ষেত্রে ৫ নম্বর কাটা হবে।

এ বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৬৫ হাজার ৯১৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। দেশে সরকারি ৩৬টি মেডিকেল কলেজের মোট আসন সংখ্যা ৪ হাজার ৬৮ টি।

এর আগে সকাল সাড়ে ৯টার মধ্যে এমবিবিএস ভর্তি পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীসহ কর্তব্য পালনকারী কর্মকর্তা-কর্মচারীর জন্য মোবাইল ফোনসহ সকল ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস ও ঘড়ি নিয়ে প্রবেশ নিষিদ্ধ ।

সারাবাংলা/কেকে/জেএএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর