Friday 29 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়াশারা ফিরে এসেছে


৫ অক্টোবর ২০১৮ ১০:৪৩
।।মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
আশ্বিন মাসের ২০ তারিখ আজ। আশ্বিন যতই শেষের পথে যাচ্ছে হুড়মুড় করে শীত দুনিয়াতে ঢুকে যাচ্ছে। এখন সকালে কুয়াশা হয়, শিশির দেখা যায় একটু ত্বকও শুকায়।
শীতের এত ডামাডোল বাজার পরেও কিন্তুগরম কমেনি। আজ সর্বোচ্চ তাপমাত্র ৩৪ ডিগ্রি সেলসিয়াস! গরম বলে গরম একদম জ্বালা গরম! তার উপর আজকে আকাশে মেঘ নেই মোটেই। মেঘ নেই তাও মানা গেলো তোর বাপু সূর্য তেজী হওয়ার কী হলো? দেখাও দেখাও যত তেজ এখন আছে দেখাও, শীত আসলে এমনিই তেজ দেখাতে পারবে না!
এই যে এখনকার দিনগুলো, এগুলো অসুখ বিসুখের খুব পোয়াবারো দিন। এরকম সময়ে অনেক রোগ আসে, সাধারণ ঠাণ্ডা কাশিই কোন ফাঁকে নিউমনিয়া হয়ে যায় বোঝার জো নেই।
তাই আজকের, এবং শীত পুরোপুরিভাবে পড়ার আগের দিনগুলো একটু নিরাপদে কাটাতে হবে।
আর এর পরেই তো ডার্লিং শীত আসছে।
সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর